গহনসম্ভব
দূর্বা চট্টোপাধ্যায়
এই কাহিনির কেন্দ্রে থাকা দুই নারীর মধ্যে একটি প্রজন্মের অনতিক্রম্য ব্যবধান। বৃন্দা এক বিষাদপ্রতিমা। সময় তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে জীবনের সোনাঝরা দিনগুলো। বিষণ্ণতা আর একাকিত্ব লুকিয়ে তবু সে একদিন ফিরে আসে তার শ্বশুরের ভিটেয়। কেন ফিরে এল বৃন্দা? কলেজপড়ুয়া প্রত্যুষার জীবনে অতর্কিতভাবে এসেছে ভালোবাসা। সে ভালোবাসা নিজেকে ঘিরে রেখেছে নামহীনতার আশ্চর্য এক আঁধারে। তাকে কি খুঁজে পাবে প্রত্যুষা? বিভিন্ন পরিচয়ে পুরুষ আসে তাদের জীবনে, কিন্তু মনের গহিন দেশ কেউ কি ছুঁতে পারে? যেখানে রয়েছে আনন্দ-বিষাদ, পাপপুণ্য, ঘৃণা আর ভালোবাসার নানা রঙের মণিমুক্তো। শেষপর্যন্ত কি কেটে যায় অন্তহীন বিষাদের মেঘ? না কি একদিন সেই বিষাদ-বহ্নি জ্বলে ওঠে দাউদাউ করে, লেলিহান শিখায় পুড়িয়ে ছারখার করে দিতে চায় পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত সমস্ত জাগতিক সত্তাকে? উত্তর খুঁজেছে গহনসম্ভব।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি