গাঁয়ের যোগী সাগরপারে : অচেনা শ্রীচিন্ময়
শঙ্কর
"সেই উনিশ শতকে শ্রীরামকৃষ্ণ-শিষ্য স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বাংলার মহাযোগীরা স্বদেশের সীমানা পেরিয়ে সুদূর আমেরিকায় শাশ্বত ভারতের অধ্যাত্মিক বাণী প্রচার করে বিশ্বজনের বিশ্বাস, স্বীকৃতি ও ভালবাসা অর্জন করে চলেছেন। এই অবিশ্বাস্য ধারাবাহিকতার সাম্প্রতিকতম প্রান্তে দাঁড়িয়ে আছেন বিস্ময়-সাধক শ্রীচিন্ময়। চট্টগ্রামের অজ পাড়াগাঁয়ে জন্মিয়ে নিতান্ত বাল্যবয়সে তিনি শ্রীঅরবিন্দর পন্ডিচেরি আশ্রমে হাজির হয়েছিলেন এবং পরবর্তী কোনো সময়ে অন্তরের আকস্মিক নির্দেশে কপর্দকহীন অবস্থায় সপ্তসাগর পেরিয়ে সুদূর আমেরিকায় উপস্থিত হন। সেখানেই বিস্ময়কর সাধনা ও তার তুলনাহীন স্বীকৃতি যা ক্রমশ ছড়িয়ে পড়েছে পৃথিবীর দিকে দিকে। নিউইয়র্কে তাঁর নামে রাস্তা, জাঞ্জিবারে ডাকটিকিট, রাষ্ট্রসংঘে স্থায়ী প্রার্থনাকক্ষ, নরওয়ে অসলোতে পূর্ণাবয়ব মূর্তি। প্রিন্সেস ডায়ানা ছিলেন তাঁর ভক্ত, গর্বাচভ বন্ধু, নোবেল পুরস্কারের (শান্তি) জন্যও তাঁর নাম উঠেছিল। অথচ যা আশ্চর্য, সাগরপারের এই অভূতপূর্ব সাফল্যের সংবাদ আজও সাধকের জন্মভূমি এই ভারত উপমহাদেশে সম্পূর্ণ উপস্থিত হয়নি। বাঙালিরা আজও তাঁকে তেমনভাবে চেনেন না।"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি