গীতা : এক আশ্চর্য আয়ুধ ও বর্ম
সুধীর দত্ত
মুদ্রিত মূল্য -৩৫০ টাকা
যাঁরা সংস্কৃত জানেন না তাঁরাও গীতার সুধীর দত্ত-কৃত বাংলায় ভাষান্তর থেকে এই বিশ্ববিশ্রুত গ্রন্থটির মধ্যে অনায়াসে প্রবেশ করতে পারবেন। অনুবাদ করার সময় তিনি ভোলেননি যে গীতা নিতান্ত এক ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্রই নয়, একটি মন্ত্রময় কাব্যও । শ্রীমদ্ভগবদ্গীতার উপর মেধাবী-হৃদয় কবি সুধীর দত্তের এই আলোকপাত, গীতার উপর সমস্ত বীক্ষণ থেকে অন্য মাত্রার— ভাষা এবং ভাষ্যে। এবং তা স্পষ্ট গ্রন্থটির নামকরণ থেকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি