গোবিন্দ সামন্ত বা বাংলার এক রায়তের ইতিহাস
রেভারেন্ড লালবিহারী দে
১৮৭২ সালে দুটি খণ্ডে 'Bengal Peasant Life' রচিত হয়, উত্তরপাড়ার বিদ্যোৎসাহী জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আয়োজিত এক প্রতিযোগিতায়। ১৮৭৪ সালে জানা যায়, শ্রেষ্ঠ আখ্যানের সম্মান পেয়েছে এই রচনা। নির্বাচক মণ্ডলীতে ছিলেন রমানাথ ঠাকুর, দিগম্বর মিত্র, রাজেন্দ্রলাল মিত্র, রেভারেন্ড জে লং ও স্যার ডবলিউ জে হারসেল। জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন চার্লস ডিকেন্সের গুণমুগ্ধ পাঠক। তিনি বাংলা সাহিত্যে চার্লস ডিকেন্সের উত্তরসূরিকে খুঁজে বের করতে চেয়েছিলেন। লালবিহারী দে-র মধ্যে সম্ভবত তিনি ডিকেন্সকে খুঁজে পেয়েছিলেন। ১৮৭৪ সালে বইটি ইংরেজিতে প্রকাশিত হয় 'গোবিন্দ সামন্ত, অর দি হিস্ট্রি অফ এ বেঙ্গল রায়ত' নামে। চার্লস ডারউইন প্রকাশককে লিখেছিলেন: 'I see that the Rev. Lal Behari Day is Editor of the "Bengal
Magazine" and I shall be glad if you would tell him with my compliments how much pleasure and instruction I derived from reading, a few years ago, his novel, Govinda Samanta.'