গোয়েন্দা আদিত্যর পঞ্চবাণ
অভিরূপ সরকার
"মিছিমিছি অপেক্ষা করলেন। আমি এখন আপনাকে বেশি সময় দিতে পারব না। এই সময়ে আমি একা থাকা পছন্দ করি। তবে আপনি অনেকক্ষণ অপেক্ষা করলেন বলে আপনার জন্যে করুণা হচ্ছে। তাই খুব তাড়াতাড়ি একটা দুটো কথা আমি বলে দিচ্ছি। অনুপম পালিতকে আমি খুন করিনি। করিনি তার সহজ কারণ মহাশ্বেতা পালিত আমার অনেক বান্ধবীদের মধ্যে একজন। সে আমার জন্য হেদিয়ে মরতে পারে, কিন্তু আমার তার প্রতি আলাদা কোন আকর্ষণ নেই। ওই আধবুড়ি মেয়েছেলের জন্যে আমি কাউকে খুন করব, এটা যে ভাবে সে মূর্খ , নয় পাগল। আর মহাশ্বেতার ওই টাকা মানে ইনশিওরেন্সের টাকা, আমার দরকার নেই। আমার বাবা আমার জন্য তার চেয়ে ঢের ঢের বেশি টাকা রেখে গেছে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারলেন, যেটা ওই অনুপম পালিত বোঝেনি। আমার পেছনে লোকটা টিকটিকি লাগিয়েছিল, ভেবেছিল ওর বউকে নিয়ে আমি পালিয়ে যাব। শুনুন করুণাবশত আপনার সঙ্গে অনেক কথা বললাম। এবার আপনি কেটে পড়ুন। আমি একা থাকতে চাই।"
বাড়ি ফিরতে ফিরতে আদিত্য ভাবছিল অত অপেক্ষা করে কি সত্যিই সময়টা নষ্ট হল? আড্ডাটা অবশ্য তার ভালোই লেগেছে, কিন্তু অরিত্র মল্লিকের থেকে সত্যিই কি কিছু পাওয়া গেল?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি