উনিশ শতকের প্রৌঢ়ত্বে বাংলা গোয়েন্দাকাহিনির যাত্রা শুরু হলেও সেখানে যথাযথভাবে মহিলা গোয়েন্দার প্রবেশ ঘটতে সময় গড়িয়েছিল পরের শতক অবধি। এক মেয়ের হাতেই জন্ম হয়েছিল প্রথম মেয়ে গোয়েন্দার। প্রভাবতী দেবী সরস্বতী, কৃষ্ণা নামে একটি মেয়ের রহস্যভেদের কাহিনি লিখেছিলেন এগারোটি উপন্যাস জুড়ে। সে কাহিনিরা একদিকে রোমাঞ্চে ভরপুর, অন্যদিকে বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ দলিলও বটে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.