হেমন্ত মুখোপাধ্যায় : বাংলা গান ও বাঙালিয়ানা
কানাইলাল মুখোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায় সংগীত জগতের এক বিস্ময়কর বিরল প্রতিভা৷ যে কোনও প্রতিভার মূল্যায়নের জন্য ভিন্ন মাপকাঠি প্রয়োগ করতে হয়৷ হেমন্তর প্রতিভা সম্বন্ধে খুব বেশি মানুষের কোনও সন্দেহ ছিল না৷ কিন্তু গায়ক ও সুরকার হেমন্তর মূল্যায়ন করতে গিয়ে অধিকাংশ লেখককেই দেখা যাচ্ছে সাধারণ মাপকাঠিটাই প্রয়োগ করছেন৷ ফলে হেমন্ত-প্রতিভার যথাযথ মূল্যায়ন হয়নি অধিকাংশ ক্ষেত্রেই৷ শুধু তাই নয়৷ হেমন্তর জীবনদর্শন এবং সংগীতদর্শন কীভাবে তাঁর গানকে এবং সুরকে প্রভাবিত করেছিল তারও কোনও পূর্ণাঙ্গ আলোচনা বিশেষ চোখে পড়ে না৷ হেমন্তর মূল্যায়ন বলতে আমরা অধিকাংশ ক্ষেত্রে যা দেখতে পাই তা তাঁর এক খণ্ডিত চিত্র৷ আলোচ্য বইটিতে হেমন্তর এক সামগ্রিক চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে, তাঁকে সবরকম দৃষ্টিকোণ থেকে বিচার করে৷
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি