দেশভাগ : স্মৃতি আর সত্তা

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
সম্পাদিত

দাম:
₹600.00
ডিসকাউন্ট মূল্য:
₹570.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

দেশভাগ : স্মৃতি আর সত্তা

সম্পাদক : ড. সৌম্য ভট্টাচার্য, ড. মিলি সমাদ্দার

প্রকাশক : বাংলা বিভাগ এবং ইতিহাস বিভাগ, দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ

পরিবেশক : অক্ষরবৃত্ত প্রকাশনা৷ 

দেশভাগ...একটা নির্দিষ্ট দিনে তো কেবল মেনে নেওয়া হয়েছে রাষ্ট্রের খাতায় কলমে, তার কতদিন আগে যে আসলে ঘটে গেছে ভাগ, ভাগাভাগি, কতদিন আগে যে ক্ষতচিহ্ণে সাজিয়ে নেওয়া হয়েছে আলাদা বসত তার হিসেব কে জানে? কিংবা ওই দিনটিতেই কি শেষ হয়ে গেছে পাকাপাকি সীমানা স্থির করার কাজ? মাটি ও মানচিত্রের দাগ মনে কি জুড়ল? সব কাটাকুটি করে পাওয়া গেল নিরাপদ ভাগশেষ? ‘দেশ’-এর ধারণা বৌদ্ধিক ও রাজনৈতিক স্তরে পালটে গেছে বারবার, রোজদিন সে ধারণা কাজেও লাগে না, শুধু নিশ্চিত রয়ে গেছে, বারবার রয়ে যায়, প্রকাণ্ড ‘ভাগ’ চিহ্ণ৷ স্মৃতিতে, এবং ফলত সত্তায়, বিঁধে থাকে৷ ‘দেশ’ কাকে বলে, ঠিক কত বড়ো তা, কেমন আকার যিনি জানেননি, তাঁরও চৈতন্যে নড়াচড়া করে ভাগের, ছেদের দাগ৷ কী আশ্চর্য, সাধারণভাবে ভাগ-এর পূর্বশর্ত যে বস্তুর/বিষয়ের ঠিকানা, ভাগ হতে গেলে কিছু তো চাই--- বাড়ি, খাবার বা দেশের মতো কিছু সেই পূর্বশর্তও এই নতুন ভাগের চেতনায় দরকার নেই৷ কী যে ভাগ হয়েছে না জেনেও কেমন টের পাওয়া যাচ্ছে ভাগ হয়ে গেছে, আমিও বিভক্ত, স্মৃতি-সত্তা-চেতনায় আমিই খণ্ড খণ্ড, আলাদা, পরিত্যক্ত, ঘাড় ধাক্কা খাওয়া লোক, ক্রুদ্ধ হয়ে উঠতেও যার ভয় হয়৷ দেশভাগ আমাদের এক অনন্ত বিভক্তিচিহ্ণ৷ আমাদের অস্তিত্বের মাঝ বরাবর চলে যাওয়া রেখা৷ কেন এবং কীভাবে যে ঘটে গেছে টের পেতে কোনো ভুল হয় না৷ কোনো এক অতীতে লুকোনো আছে এই যন্ত্রণার উৎসবিন্দু তা বেশ জানি৷ ভুলে থাকি---জ্ঞাতসারে বা অজ্ঞাতে---সেই ইতিহাস৷

--- আব্দুল কাফি

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.