হিন্দুত্বের কবলে নতুন ভারতীয় ক্রিকেট
প্রতীক
প্রকাশক : ব্ল্যাকলেটার্স
ক্রিকেট-রাজনীতি সংক্রান্ত বই।
হিন্দুত্ববাদ নামক রাজনৈতিক প্রকল্প (হিন্দুধর্ম থেকে স্বততই আলাদা) ভারতীয় সমাজের ঠাসবুনোট নষ্ট করেছে দীর্ঘ এক শতক ধরে, তিলে তিলে। মেরুকরণ আর অপরায়নের রাজনীতিতে আজ আর কোনো রাখঢাক নেই। রাজনৈতিক নেতাদের বড় অংশই এই আফিম প্রত্যহ পরিবেশন করেন নিত্যনতুন মোড়কে মুড়ে। তার ফলাফল আমরা দেখতে পাই খবরের কাগজের প্রথম পাতায়। কিন্তু খবরের কাগজের শেষ পাতাটা, কিছুকাল আগেও অন্য রকম ছিল, কারণ খেলাধুলোর লৌহবাসর এই সর্পদংশনের ঝুঁকি থেকে মুক্ত ছিল। কিন্তু এই ছবিটা দ্রুত বদলে যাচ্ছে, হিন্দুত্বের বিষ-নিঃশ্বাসে প্রতিদিন ভারতীয় ক্রিকেট নিজেকে বদলে ফেলছে প্রতিদিন। সেই বদল উপমহাদেশের জন্য খুব সুখকর নয়, ক্রীড়াপ্রেমীদের জন্য অভিশাপসম। প্রতীক এই বইয়ে সেই বিপদকেই ডকুমেন্ট করেছেন
ক্রীড়া সাংবাদিক প্রতীকের কথায়,
"খেলাধুলোকে আমি কখনোই স্রেফ মাঠের মধ্যে সীমাবদ্ধ কার্যকলাপ বলে মনে করি না। খেলার মাঠের সীমানা থাকে বটে, কিন্তু সেই সীমানার বাইরের সমাজ আর রাজনীতি যে খেলাকে প্রভাবিত করে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আবার খেলা আর খেলোয়াড়রাও সমাজকে, তার রাজনীতিকে প্রভাবিত করে এই আমার স্থির বিশ্বাস। এমন বিশ্বাস থেকেই ভারতীয় ক্রিকেট সম্পর্কে এই লেখাগুলোর জন্ম হয়েছে গত কয়েক বছরে। গত কয়েক দশকে, বিশেষত বাংলা ভাষায়, ক্রিকেট সাংবাদিকতাকে সমাজ থেকে তো বটেই, এমনকি খেলা থেকেও বিচ্ছিন্ন করে পেজ থ্রি সাংবাদিকতার একটা শাখায় পরিণত করা হয়েছে। এই বই পড়ে যদি একজন পাঠকও সেকথা টের পান, ক্রিকেটের সঙ্গে সমাজ-রাজনীতি-অর্থনীতির সম্পর্ক সম্বন্ধে সজাগ হয়ে যান তাহলেই এই লেখাগুলোকে দুই মলাটের মাঝে নিয়ে আসা সার্থক হবে।"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি