স্বর্গের নন্দনকাননে ফোটে পারিজাত ফুল, তার সৌরভে আমোদিত হয় দিকদিগন্ত। সমরেশ মজুমদারের ‘নন্দনকানন’-এ ফুটে আছে দীর্ঘসময় জুড়ে সৃষ্টির অসংখ্য পারিজাত।
এই পারিজাত গল্প না রম্যরচনা সে বিচার করবেন পাঠককুল। তবে নানাসময়ে লেখা ছয়টি কলাম-কে একত্রিত করে যে বিপুল সৃষ্টির সমাবেশ ঘটেছে, সেই নন্দনকানন-এ প্রতিটি রচনাই স্বকীয়তায় ভাস্বর। আকাশকুসুম, সত্যমেব জয়তে, বাঙালির নষ্টামি, কইতে কথা বাধে, কণ্ঠে পারিপার্শ্বিকের মালা এবং জীবনটাকে চেখে দেখুন...
হে পাঠক! আসুন, ডুব দিন রসসাগরে।