জানা অজানার খোঁজে ওড়িশার পথে প্রান্তরে
লেখক : শুভজিৎ তোকদার
"জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি সমগ্র ওড়িশার ইতিহাস, ওড়িশার ভূগোল, ওড়িশার সংস্কৃতি, ওড়িশার উৎসব মেলা সবকিছুই তুলে ধরেছে। ভ্রমণ শুধুমাত্র তালিকা ধরে ধরে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়। একটা জায়গা ঘুরে দেখতে, জানতে হলে সেই জায়গার ইতিহাস, ভূগোল, জনগণের সংস্কৃতি সবই জানতে হয় । সেই চেষ্টার ফলশ্রুতি "জানা অজানার খোঁজে - ওড়িশার পথে প্রান্তরে" বইটি। বইটিতে প্রাচীন ওড়িশার ইতিহাস যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আঞ্চলিক ওড়িশার ভৌগোলিক অবস্থান, গুরুত্ব আলোচনা করা হয়েছে। ওড়িশা মানেই পুরীর জগন্নাথদেব। মহাপ্রভু জগন্নাথদেবের কথা, জগন্নাথদেব সম্পর্কিত একাধিক বিষয় বইটিতে আলোচনা করা হয়েছে।
এছাড়া ভ্রমণ গাইড তো আছেই। পরিচ্ছন্ন ট্যুর পরিকল্পনার ছক থেকে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন সবকিছু বিস্তারিত এই বইতে আলোচনা করা আছে। সাথে আছে ওড়িশার পর্যটন দপ্তরের পান্থনিবাসগুলো এবং বনদপ্তরের নেচার ক্যাম্প গুলোর বুকিং ফোন নাম্বার, ইমেল আইডির বিস্তারিত বিবরণ ইত্যাদি। বইটিতে আছে পুরীর সহস্রাধিক হোটেল এবং হলিডে হোমের অবস্থান, ফোন নাম্বার হালহদিশ । পুরী ছাড়াও সমগ্র ওড়িশার পর্যটন কেন্দ্রগুলোর সরকারী এবং বেসরকারী হোটেলের যোগাযোগ নাম্বার বইটিতে দেওয়া হয়েছে।
হাওড়া/শালিমার/শিয়ালদহ/সাঁতরাগাছি থেকে ওড়িশার বিভিন্ন রুটের ট্রেনের নাম, নাম্বার এবং সর্বশেষ সময়সীমা সহ যাবতীয় তথ্য ছকের মাধ্যমে বইতে তুলে ধরা হয়েছে। আছে ভ্রমণ সংক্রান্ত একাধিক ম্যাপ, স্কেচ। রঙিন ছবি সহ ওড়িশার পর্যটন কেন্দ্রগুলো দু মলাটে বিশদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটির মাধ্যমে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি