জনপদের কথা : হালিশহর
সম্পাদনা : কানাইপদ রায়
"যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভোল নাই, বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও।।"
সম্পাদকের কথা :
'এমন মানব জমিন রৈল পড়ে/ আবাদ করলে ফলতো সোনা।' প্রায় দু'শো বছর আগে এমন কথা যিনি লিখে গেছেন, যাঁর চিন্তার প্রতিফলন দেখি ভারত সরকারের মানবসম্পদ দপ্তর খোলার মধ্যে, সেই সাধক কবি রামপ্রসাদ জন্মেছিলেন হালিশহরে। শ্রীচৈতন্যদেবের পদার্পণ ঘটেছে তাঁর দীক্ষাগুরু ঈশ্বরপুরীর ভিটায়। সাধকের ধ্যানে, মহান পুরুষের আগমনে ও কৃতী সন্তানের আবির্ভাবে হালিশহর এক গর্বের জনপদ। হালিশহর অঞ্চলে ছড়িয়ে রয়েছে বহু তথ্য জনশ্রুতি আর কিংবদন্তি। একাধিক ঐতিহ্যশালী নিদর্শন রয়েছে হালিশহরে।
'হালিশহর' নাকি 'হালিসহর' এই বানান বিতর্ক চলতে থাকায় গ্রন্থে দু'টি বানানই বজায় রাখা হয়েছে। হালিশহর অংশে অমূল্যকুমার গঙ্গোপাধ্যায়-এর 'পুরাবৃত্ত' শীর্ষক রচনাটি 'দি হালিসহর গুডউইল ফ্রেটারনিটি'র তৎকালীন সম্পাদক কার্তিক চক্রবর্তী 'কুমারহট্ট হালিসহর' গ্রন্থ থেকে পুনর্মুদ্রণের অনুমতি দিয়েছেন। এই গ্রন্থে যাঁরা লিখেছেন তাঁরা প্রত্যেকেই আঞ্চলিক ইতিহাস সমীক্ষক। এঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ।
বারাকপুর
জুন, ২০২৪
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি