জাপানের সাহিত্য চর্চার ঐতিহ্য বহু প্রাচীন কাল থেকেই। ভাষাগত দূরত্বের কারণে প্রায় অজানাই থেকে গিয়েছিল অন্য ভাষার সাহিত্য প্রেমীদের কাছে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে অনুবাদকার্য শুরু পর থেকেই জাপানের ঐতিহ্যময় সাহিত্য বিশ্বের দরবারে সমাদর পেতে শুরু করে। জাপানের লোককথা ও উপকথা যা আসলে সনাতন জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির আলোয় উদ্ভাসিত, সোনালী ঘোষাল তাঁর অসামান্য লেখনশৈলীর মুন্সীয়ানায় তা অনুবাদ করেছেন।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।