তিনি জানতেন খাঁচার পাখি কেন গান গায়। তিনি জানতেন কৃষ্ণাঙ্গ মানুষদের জীবনের কথকতা। তিনি যেমন একাধারে কবি তেমনই অন্যদিকে নাট্যকার, চিত্র পরিচালক, সমাজকর্মী, টিভি উপস্থাপক ইত্যাদি। অসংখ্য কবিতা তাঁর। কখনো তিনি প্রতিবাদী আবার কখনো তিনি প্রেমিক। তিনি হলেন “মায়া এ্যাঞ্জেলু”। তাঁর কলম বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
তাঁর কিছু বিখ্যাত কবিতার অনুবাদ করেছেন শ্রীমতি সুপ্তশ্রী সোম। দর্শন এবং বোধের এক অভূতপূর্ব সংকলন হল “তবুও আমি জেগে উঠি”।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।