জন রীড : নভেম্বর বিপ্লবের বার্তাবাহক
প্রদোষকুমার বাগচী
সাড়া জাগানো 'দুনিয়া কাঁপানো দশদিন' গ্রন্থের লেখক জন রীড ছিলেন পৃথিবীর অন্যতম সেরা সাংবাদিক। আমেরিকার বাসিন্দা। কিন্তু মৃত্যু হয়েছিল রাশিয়ায়। লেনিনের জীবদ্দশাতেই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সদস্য হয়েছিলেন। মাত্র ৩৩ বছর বেঁচেছিলেন। সাংবাদিকতায় হাত পাকিয়েছিলেন নিজ দেশে। পরে ওয়ার করেসপনন্ডেন্ট হিসাবে খ্যাতি কুড়িয়েছিলেন। নিজের চোখে দেখেছিলেন রুশ বিপ্লব। আর এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন, বিপন্ন হয়েছিল জীবন, মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছিলেন বারে বারে। তবুও বিপ্লবীদের স্লোগানে গলা মিলিয়ে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন সেই বিপ্লবের সঙ্গে। পরে দেশে ফিরে ঘর বন্ধ করে লিখেছিলেন রোমাঞ্চকর অভিজ্ঞতার অসামান্য ইতিহাস। মাত্র ৩৩ বছরের জীবনকালে কিভাবে সাংবাদিক থেকে একজন কমিউনিস্ট বিপ্লবী হয়ে উঠলেন রীড, তারই রোমাঞ্চকর জীবনকথা লিপিবদ্ধ হয়েছে এই বইটিতে।
লেখক পরিচিতি :
প্রদোষকুমার বাগচী : মুজফ্ফর আহমদ পাঠাগারের গ্রন্থাগারিক। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের অতিথি অধাপক। 'বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা' (২০১১) গ্রন্থটির জন্য 'মুজফফর আহমদ স্মৃতি পুরস্কারে' সম্মানিত। অন্যান্য গ্রন্থ 'লেনিনের গ্রন্থাগার ভাবনা ও অধ্যয়ন', 'কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্যময় ঠিকানা', 'মুজফফর আহমদের অগ্রন্থিত রচনা সংকলন'। যৌথভাবে 'বাংলা অভিধানের দুশো বছর', 'বাংলা আকর গ্রন্থ: ইতিহাস ও তথ্যপঞ্জি', 'গ্রন্থাগারিক চরিতাভিধান', 'বিশ্বের গ্রন্থাগার: কোষগ্রন্থ' (যন্ত্রস্থ)।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.