কবিতা সংগ্ৰহ ১
প্রজিত জানা
প্রকাশকাল: জানুয়ারি ২০২৪
প্রচ্ছদ: সৌমিত্র সেনগুপ্ত
প্রজিত জানা অসম্ভব এক মায়াবী ভ্রম ও ভ্রমণ লিখতে পারদর্শী। সত্যের মধ্যে মিথ্যা ও মিথ্যের মধ্যে সত্য যে কীভাবে নিস্তরঙ্গ শুয়ে থাকে তা দেখিয়ে দেন।
দুরন্ত মায়া ও নস্টালজিয়া পাঠককে অবশ করে দেয়। আছড়ে ফ্যালে এক ভুলভুলাইয়া টানেলে।
অসংখ্য চরিত্র ভীড় করে আসে তাদের নানা বৈশিষ্ট্য ও ক্রিয়াকলাপ নিয়ে। বিষাদ সরণি, প্রলাপ সরণি পেরিয়ে ব্যক্তি ও সভ্যতার পতন চিন্থদের বরফবন্দুককে নির্দিষ্ট করাই তাঁর কাজ মনে হয়।
এক বাউলমন, মুর্শিদ, ফরিকানায় শূন্যের মধ্যে পতনচিন্থদের তিনি সনাক্ত করেন। মনে করেন, বাণী বিতরণ করা একজন কবির কাজ নয়, কারণ নিজেই তো সেই পতনচিন্থদের অংশ তিনি। নিজে যিনি মুক্ত নন, তিনি মুক্তি দেবেন কীভাবে!
আসলে ফেরিঘাট, বন্দর তাঁর বড়ো প্রিয়। জীবনের সমস্ত লেনদেন যেখানে মাড়িয়ে যায়, স্মৃতি সরণি যেখানে ভেড়ে... আর প্রজিত বলে ওঠেন :
'আমাদের ভূমি ছিল কিন্তু তা ভিন্ন ঠাঁই শোনো
আমাদের শিল্প ছিল আমাদের কারুবাসনাও
সেভাবে আলোকচিন্থ কোথাও রাখেনি কোনও ভোরে
অন্ধকার মিনে করি সব সাদা পাতার অক্ষরে... '
কবিই বলতে পারেন 'আমরা কীভাবে আর মুক্ত হবে বলে যাও আলো'।
আমাদের গায়ে আসলে এত হত্যাদৃশ্য, এত ঘাতকপ্রতিভা, নষ্ট শসা ও পচা চালকুমড়ো তথা আলোকায়নের বিষবাষ্প লেগে আছে যে, মুক্তি সেখানে মরীচিকা... কল্পসফর... তাই কবিকে আঁকড়ে ধরতে হয়, ফিরে যেতে হয় বারবার সিন্দাবাদ, অবিনাশ, অলোকেশ, নিধিরাম, মনীষার ধূসর জগতে। যেখানে জীবিতেরা মৃত, আর মৃতেরা কথা বলে ওঠে...