ক্ষমতা, শরীর ও যৌনতা
ক্ষমতার কথা বললেই ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকোর কথাই আমাদের মনে পড়ে। ক্ষমতাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার অদৃশ্য হাত সর্বত্র বিরাজমান। ফুকো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা কীভাবে জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে আমাদের শোবার ঘরেও পৌঁছে গেছে। সেই ঠিক করে দেয় আমাদের যৌন আচরণ ও কার্যকলাপ, অথচ আমরা ধরতেই পারি না। আমরা বুঝতেই পারি না ক্ষমতা আমাদের দেহ বা শরীরকে বিভিন্নভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণ করে। আজ গোটা পৃথিবীকেই ক্ষমতার অদৃশ্য হাত শরীরময় করে তুলেছে।
ক্ষমতার প্রতিটি একক কোনো না কোনোভাবে পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে থাকে। এই ব্যবস্থায় সবকিছুকেই করে তোলা উৎপাদনমুখী বা মুনাফা অর্জনের যন্ত্র। শরীরের ওপর ক্ষমতার নিয়ন্ত্রণ শ্রমের ডিসকোর্স অর্থাৎ মার্কসবাদী দৃষ্টিভঙ্গির মধ্যেই রয়েছে।