কাহিনির সাত-সতেরো
আনসারউদ্দিন
আনসারউদ্দিনের লেখনিতে বার বার গ্রাম্য-সমাজের দিকটি ফুটে ওঠে। সেইসঙ্গে যুক্ত হয়েছে কুসংস্কার, রাজনীতি, গ্রাম্য-প্রথা আর মৌখিক গ্রাম্য-সাহিত্যের নানান দিক। আর এখানেই অন্যান্য লেখকদের থেকে আনসারউদ্দিনকে স্বতন্ত্র করে তোলে। অর্থাৎ তিনি শুধুমাত্র নিছক লেখকই নন একজন গবেষকও বটে। আলোচ্য গ্রন্থেও তার প্রমাণ মেলে। 'কথায় বলে' অর্থাৎ কোনো শ্লোকের মাধ্যমে গ্রামের মানুষ বাস্তবতাকে তুলে ধরে কিন্তু সেগুলি সংগ্রহ করে যথাস্থানে স্থাপন করা একজন যথার্থ শিল্পীর উদাহরণ। আনসারউদ্দিন তা সাবলীলভাবে 'কাহিনির সাত-সতেরো'-তে দেখিয়েছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি