কালিম্পং এর কেচ্ছা
ড্যানি ডিটেকটিভ ৪
সুব্রত শর্মার গোয়েন্দা গল্প
অঞ্জন দত্ত
সুব্রত শর্মা একটা অত্যন্ত পুরোনো ঐতিহাসিক শহরে থেকেও নস্টালজিয়াকে পরোয়া করে না। আবার সেই রংচটা, ভাঙাচোরা শহরের মধ্যে হঠাৎ করে গজিয়ে ওঠা ঝাঁ চকচকে দামি বহুতল বাড়ি, হোটেল বা শপিংমলের পরিবেশকেও প্রশ্রয় দেয় না। সুব্রত উদাসীন।
পরের ব্যাপারে নাক গলানো যদি কারও পেশা হয়, বা নেশা, তাহলে নিজের ব্যাপারে তারা অবধারিতভাবে উদাসীন হতে বাধ্য। অর্থাৎ সুব্রত সংসার করতে চায় না। আরও একটু ভালোভাবে থাকার প্রতি আদৌ কোনো আগ্রহ নেই। সে জানে বেশি টাকা মানেই আপস। যে কোনো রাজনীতি, তা যতই মহান হোক না কেন, ক্ষমতায় এলেই দুর্নীতির শুরু। তাই সুব্রতকে কোনো বিশেষ রাজনৈতিক বিশ্বাস দিয়ে বিচার করা সম্ভব নয়। সুব্রত'র কাছে বেঁচে থাকা মানে একটা দিন। তারপর আরও একটা দিন। ভবিষ্যৎ নিয়ে সে খুব একটা চিন্তিত নয়। কারণ সে জানে তাঁর জীবনে কোনো আদর্শ দিন আসবে না। নোংরামি বাড়বে। মিথ্যে বাড়বে। এবং নোংরামি আছে বলেই তার এজেন্সি কোনোমতে টিকে আছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি