খনা আম্রপালী গার্গীর দেশ
কাবেরী রায়চৌধুরী
সময় তার মতো অতিক্রান্ত! খনা বরাহ মিহির, বিদুষী গার্গী অথবা নৃত্যগীতে পারদর্শী অপরূপা আম্রপালীর সময় কবেই পেরিয়ে গেছে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে চলেছে। যে মেয়েরা একসময় পুরুষের সমান অধিকার নিয়ে বিদ্যাচর্চা করতেন, অবিবাহিত থাকার অধিকার ছিল তার নিজস্ব পছন্দ, সেই বিদুষীদের একদিন পর্দার আড়ালে চলে যেতে হয়। ঘোর অন্ধকার সময় কাটিয়ে স্বাধীনতার আলো দেখতে তার কয়েকশো বছর চলে যায়! কিন্তু সত্যিই কি সে স্বাধীন! আজও শালুক মণ্ডলের হাত কেটে নিয়ে তাকে প্রতিষ্ঠিত হতে বাধা দেয় স্বামী! খনার মতোই! খনার জিভকর্তিত, শালুকদের হাত কেটে দেওয়া হয়! আধুনিকা জিনা আর নৃত্যগীতে পারদর্শী আম্রপালীর জীবন কি একইরকম নয়?