খিল
সাথী দাস
মূল্য-৬০০ টাকা
“খিল” এই দুই অক্ষরের শব্দটির পরিধি বাক্যবিন্যাসে স্বল্প হলেও এর গূঢ়তম অর্থ সুবিস্তৃত। খিল বলতে আমরা সাধারণত দরজার আগল বুঝলেও বাস্তবে এর দায়িত্ব অপরিসীম। বাহ্যিক ঘাত প্রতিঘাত, অবাঞ্ছিত আগন্তুক, প্রবল ঝঞ্ঝা থেকে ঘরের আভ্যন্তরীণ আসবাব, মানুষজনকে রক্ষা করার দায়িত্ব থাকে খিলের উপর। এককথায় গৃহের যান্ত্রিক দ্বাররক্ষক তথা রক্ষাকর্তা রূপে খিলের ভূমিকা অপরিহার্য। কিন্তু সেই দ্বার যদি মনের দ্বার হয় তখন কী হবে? যদি কেউ আজীবন মনের ভেতরে থাকা ভয়, সংশয়, ভালোবাসা, ভালো লাগার অনুভূতিকে মনের গোপন কুটিরে অবরুদ্ধ করে দরজায় খিল তুলে দিয়ে বসে তাহলে কেমন হবে? সে কি পারবে ভবিষ্যতে সেই খিল নামিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আবার আলোর জগতে ফিরে আসতে? নাকি আজীবন আবদ্ধ হয়ে থাকবে মনের অন্ধকার কুটিরে? সমস্ত প্রশ্নের উত্তর থাকবে লেখিকা সাথী দাসের নতুন উপন্যাসে।
--------------
"পুজোর সময় শাড়ি-চুড়িদারে সুতো আর চুমকির কাজ ছাড়াও শীতে কাঁথা সেলাই করে লতার অতিরিক্ত কিছু টাকা উপার্জন হয়। লতা বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছে। নাগের বাড়ির বড়বাবুকে লতা ভয়-ভক্তি করে আপিসবাবু বলেই ডাকে। সেই আপিসবাবু ব্যাঙ্কে মস্ত কাজ করে। সে কথা দিয়েছে ব্যাঙ্ক থেকে লোনের ব্যবস্থা করে দেবে। শাক-সবজির পাশাপাশি দুটো গরু কিনে দুধের ব্যবসা শুরু করতে পারলে খানিক সুখের মুখ দেখবে মাতা-কন্যা।
লতার মেয়ে দু'চোখে অপার বিস্ময় মেখে চেয়ে থাকে দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটার দিকে। ওটা তার মামারবাড়ি। কিন্তু মামারবাড়ি থাকলেই যে মামারবাড়ির আবদার থাকবে, তাকে ছুঁয়ে এমন কথা মায়ের দাদা কোনোদিন দেয়নি। সে নিঝুম রাতে পরিশ্রান্ত লতার গলা জড়িয়ে তার যত আবদার জানিয়ে অভিযোগহীনতার চাদরে নিজেকে মুড়ে ঘুমিয়ে পড়ে"...........
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.