কিশোর সাহিত্য : সুনীল গঙ্গোপাধ্যায়
সম্পাদনা - অশোককুমার মিত্র
বড়োদের জন্য লিখে সুনীল গঙ্গোপাধ্যায় যখন সাহিত্য জগতে সুপ্রতিষ্ঠিত তখনও তিনি ছোটেদের সাহিত্য রচনায় বিশেষ আগ্রহী ছিলেন না। ১৯৭১ সালে যখন আনন্দমেলা-র প্রথম বার্ষিক সংখ্যায় লিখলেন "ভয়ংকর সুন্দর"—কাকাবাবুকে নিয়ে অ্যাডভেঞ্চার কাহিনির সেই শুরু। প্রথম আবির্ভাবেই তিনি কিশোর পাঠকদের মন জয় করে নিলেন। শুধুমাত্র কাকাবাবুকে নিয়ে তাঁর লেখা উপন্যাসের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে, লিখেছেন গল্পও। কত বিচিত্র বিষয় যে তাঁর সৃষ্টির উপাদান হয়েছে তা ভাবলে অবাক হতে হয়। গল্প-কবিতা-উপন্যাস-নাটক-নিবন্ধ-রম্যলেখা-ভ্রমণকথা সবরকম লেখাতেই তাঁর জুড়ি নেই, কলম থেকে একই সাবলীলতায় বেরিয়ে আসে সরস থেকে রহস্য গল্প, কল্পবিজ্ঞান থেকে রূপকথা। ‘নীললোহিত’ ছদ্মনামে পরিচিত বাংলা সাহিত্যের এই সব্যসাচী লেখকের কিশোর রচনাতেও তাঁর আশ্চর্যকুশলতা আমাদের এক বিস্ময়ের সামনে দাঁড় করিয়ে দেয়। তেমনই একটি কিশোর উপন্যাস ‘উদাসী রাজকুমার’ যা তার লেখার ধারাবাহিক সাক্ষ্য বহন করলেও রয়ে গেছে তার জনপ্রিয়তার বৃত্তের বাইরে।
উপন্যাস ‘উদাসী রাজকুমার’, একগুচ্ছ গল্প (যেমন সুবর্ণরেখার তীরে, ইস্টকুটুম, হিরে উধাও রহস্য ইত্যাদি), স্মৃতিকথা এবং একটি অদ্ভুত ভাবনাটুকরো দিয়ে গাঁথা কিশোর সাহিত্য সংকলন। তাঁর নানা স্বাদের রচনার পরিচয় কিশোর-কিশোরীরা পাবে এই দু-মলাটের মধ্যে। সঙ্গে রয়েছে তাঁর প্রায় দুষ্প্রাপ্য "যদি" লেখমালার একটি রচনা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত কাজি নজরুলের স্মৃতি ফিরে আসা ও চলে যাওয়ার একটি কাল্পনিক কাহিনির মধ্যে বাংলার একটি যুগের বেদনা-বিধুর ইতিহাসের অসাধারণ স্মৃতিচিত্র নবীন পাঠকদের হাতে আমাদের অতিরিক্ত উপহার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি