কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং...

(0 পর্যালোচনা)


দাম:
₹170.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:

কল্পবিশ্ব সিরিজ ১ : মিশন পলাশী এবং... 

কৃষ্ণেন্দু ভট্টাচার্য

“কী ব্যাপার, খোদাবক্স?” সিরাজ পেয়াদার দিকে তাকান।

“গোস্তাখি মাপ জাহাঁপনা, দুজন অদ্ভুত চেহারার লোককে আমাদের চরেরা ধরেছে, তাদের নিয়ে আসার অনুমতি প্রার্থনা করছি।”

“অদ্ভুত চেহারার? দেখি নিয়ে এসো।”

খোদাবক্স কুর্নিশ করে পর্দা তুলে ধরে হুকুম করে—“অ্যাই, নিয়ে এসো।”

পেয়াদারা দুজনকে ভেতরে নিয়ে আসে। পিকলু আর নব-মাস্টার।

সিরাজ দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “তোমরা কে?”

পিকলু নব-মাস্টারের দিকে তাকাল। কিছুই তো বোঝা যাচ্ছে না। নব-মাস্টারও তাকালেন পিকলুর দিকে।

সিরাজ আবার বললেন, “তোমরা কি গুপ্তচর?”

এবার নব-মাস্টারের দিকে তাকাতেই নব-মাস্টার বললেন, “দাঁড়াও ট্রান্সলেটরটা বার করি, এ-প্রবলেম হবেই। আড়াইশো বছর আগেকার ফারসি বোঝা যাবে না আমি জানতাম, গুগলের চেয়ে এটা অনেক অ্যাকিউরেট।” বলে পকেটে হাত দিতেই পেয়াদারা তরোয়াল বাগিয়ে ধরে। নব-মাস্টারের হাত অর্ধেক পকেটে ঢোকা অবস্থাতেই আটকে যায়। পিকলুর বুকের ভেতরে ড্রাম বাজতে শুরু করে।

সিরাজ দুজনের মুখ-চোখের অবস্থা দেখেই ডান হাতটা তোলেন, পেয়াদারা তরোয়াল নামিয়ে নেয়।

নব-মাস্টার শুকনো মুখে ডানদিকের পকেট থেকে একটা ক্যালকুলেটরের মতো ছোট্ট যন্ত্র বের করেন। তারপরে দুটো ইয়ার বাড বার করে একটা নিজের কানে লাগিয়ে আর একটা পিকলুর দিকে বাড়িয়ে ইঙ্গিতে বললেন কানে লাগিয়ে নিতে। এবার একটা সুইচ টিপতেই যন্ত্রটার মাথায় একটা লাল আলো জ্বলে ওঠে।

সিরাজ-সহ সবগুলো লোকের চোখ ছানাবড়া।

যন্ত্রটার মাঝখানে একটা স্পিকার। নব-মাস্টার যন্ত্রটাকে সিরাজের দিকে বাড়িয়ে বললেন, “নবাব, আমরা আপনার বন্ধু, আপনাকে সাহায্য করতে এসেছি।”

পাঠক এটুকু পড়েই বুঝতে পারছেন এ এক মজার কাহিনী। , নিজেরই বানানো  টামই মেশিনে  নব মাস্টার তার সঙ্গী ছোট্ট পিকলু পৌঁছে গেছে পলাশীর প্রান্তরে।

কিন্তু পলাশীর প্রান্তরই বা কেন ?

কারন ছোট্ট পিকলু ইতিহাস ক্লাসে টিচারের মুখ পলাশীর কথা শোনার পর মনে হয়েছে সিরাজের প্রতি প্রবল অন্যায় হয়েছে। সিরাজকে যদি আগেভাগে পুরোটা জানিয়ে দেওয়া যায় তাহলে বিষয়টা পুরো অন্যরকম হয়ে যাবে।

এই সিরিজে রয়েছে আরও দুটি গল্প।

অন্য আর এক পৃথিবী

বলাইবাবুর ঘড়ি

বলাইবাবুর সে আশ্চর্য ঘড়ি কে ঘিরে কী যে আশ্চর্য কাণ্ড আর একদিন বলব।

তবে এটুকু বলি ১৩ থেকে ৮৩ যে বয়সেরই পাঠক হোক না ইতিহাস আর বিজ্ঞানের মিশেলে গল্পের ছলে বলা কৃষ্ণেন্দু ভট্টাচার্যের মজার কলম যে সবাইকে আনন্দ দেবে সে গ্যারান্টি আমাদের।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat   |   © All rights reserved 2023.