সীতাপথ
দেবল দেব প্রণীত কবিতাগ্রন্থ
প্রাগভাষ : শ্রীঅনির্বাণ ধরিত্রীপুত্র
প্রচ্ছদ : শুভদীপ সেনশর্মা
প্রশান্ত আনন্দ এক- ঢেকে আছে সমগ্র ভুবন।
নিরুচ্ছাস হর্ষময়, মহাবিশ্বজগতের মন।
আনন্দপ্রবাহে ভাসে, ডোবে, সর্ব প্রাণের জগৎ।
নিহত যতেক প্রাণী, অথবা যাহারা মৃতবৎ-
স্থাবর, ভঙ্গুর, জড়- এমনকী তারাও, জড়িয়ে
আছে কী আনন্দে যেন, জন্ম-মৃত্যু-যন্ত্রণা পেরিয়ে।
গুলঞ্চ, অনন্তমূল, শাঁখামুটি সাপ, শ্যামা ঘাস,
কাঁচপোকা, কুচিগাছ, ছিটিয়াল পেঁচা, কৃকলাস,
হলুদ মাকড়সার জালে-পড়া শাদা-ডানা মথ,
গহন শীতের রাতে জাড় ব্যাঙ, মৃতপ্রায় শ্লথ!
অবিরত বিবর্তিত বিশ্বভরা প্রাণ ও নিষ্প্রাণ-
সব নিয়ে যে-হরিষে পূর্ণ, স্বচ্ছ, নীল আশমান
তারই অংশ বহে, বুঝি, মৃদুধারে, আমারও ভিতরে;
বুঝি না কারণ কিছু, কানায়-কানায় তবু ভরে
উচ্ছল আনন্দধারা। আজ আমি সিন্ধু, আনন্দের;
আনন্দে মিলিয়ে গিয়ে, আনন্দলহরী তুলি ফের।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.