ক্রোধাসুর
বিষয় : থ্রিলার উপন্যাস
লেখক : পল্লব বসু
নভেম্বরের শেষ, কলকাতায় শীত সবে তার চাদর বিছানো শুরু করেছে। ঠিক এই সময়ে বাঁকুড়ায় অতনুর পিসতুতো দিদি ঈশিতার আঠারো বছরের জন্মদিন পালন হবে সোনাঝুরি রিসর্টে। অতনু, জয়ন্ত আর বলাকা, স্কুল পড়ুয়া সমবয়সি এই তিন কিশোর-কিশোরী, যারা ডিটেকটিভ জুটি 'ত্রয়ী' হিসেবেও পরিচিত, যখন পিসির বাড়ি পৌঁছোয়, সেখানে কিন্তু পরিবেশ একটু গুমোট। অতনুর পিসেমশাই ডা. নবারুণের 'অস্থি' নার্সিংহোমের অন্যতম অস্থিবিশারদ, ডা. সুপ্রতিম বিশ্বাস, গাড়ি নিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে মারা গেছেন। এই মন-খারাপের আবহেই নবারুণের কন্যাসমা এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অর্থোপেডিকের সহকারী অধ্যাপক কৃষ্ণা সরকার অগ্নিদগ্ধ হয়ে ভরতি হন বার্ন ওয়ার্ডে।
ক্রমশ, একাধিক জটিল রহস্যের সমাধান করে পরিচিত হয়ে ওঠা ত্রয়ীজুটি, আচ্ছন্ন হয়ে যেতে থাকে অদ্ভুত এক রহস্যের কুয়াশায়। পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণে, ফরেনসিক-বিশেষজ্ঞ ত্রিপর্ণা বসু আর অতনুর কেবল মনে হতে থাকে, এই দুই দুর্ঘটনার পিছনে রয়েছে কোনো গভীর রহস্য। আর ঠিক এই সময়েই ঘটে যায় তৃতীয় দুর্ঘটনাটি... ত্রয়ী আর ত্রিপর্ণা কী পারবে, রহস্যের কুয়াশা কাটিয়ে সত্যের সীমান্তরেখায় পৌঁছাতে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি