লাদাখ : এক না-বলা গল্পের দেশ
গোবর্ধন জানা
লাদাখ- ভয়ংকর অথচ মাধুর্যময়। এখানে পদে পদে বিস্ময় আর চমক। প্রতি মুহূর্তে আবিষ্কারের আনন্দ। লাদাখের পাহাড়ের খাঁজে খাঁজে অজস্র না-বলা কথা। এখানে প্রতি মুহূর্তে দৃশ্য কেবলই পাল্টে যায়। তার সাথে পাল্টে যায় জনজীবনও। লাদাখের পাহাড়ি রূপ-মাধুর্যের সঙ্গে জড়িয়ে আছে বৌদ্ধ লামা ও যাযাবরদের জীবনযাত্রা। কঠিন পাহাড়ের মাঝে মনাস্ট্রি, শান্ত বুদ্ধমূর্তি, ওয়ার মিউজিয়াম, জলপাই রঙের পোশাকে বাঙালি যুবক-সেনা, অশীতিপর বৃদ্ধর 'পুঁথিঘর'- সব মিলিয়ে অভিনব বিস্ময়কর এক প্রান্তর। সেই আশ্চর্য স্বপ্নময় লাদাখের না-বলা কথা এই গ্রন্থের পাতায় পাতায়।
------------------
লেখক পরিচিতি :
গোবর্ধন জানার জন্ম (১৯৪৫) পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বৃন্দাবনপুর গ্রামে। শিক্ষক শিক্ষণ ডিগ্রীসহ রসায়নে স্নাতক। ১৯৬৬ সাল থেকে রসায়ন শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু। বিজ্ঞানের শিক্ষক হলেও সাহিত্যের প্রতি ঝোঁক ছিল স্কুল জীবন থেকেই। ২০০৫-এ টালিগঞ্জে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশন থেকে অবসর নিয়ে কলকাতা থেকে গ্রামে ফিরে সাহিত্যের আঙিনায় ঢুকে পড়েন। ২০০৬-এ 'রসায়নের ছড়া' নামে একটি বই প্রকাশ করার পর কয়েকটি গল্প সংকলন প্রকাশ করেন। এসব কিছুর বাইরে লেখক একজন ভ্রমণপিয়াসী। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেও হিমালয় তাঁকে বার বার টেনে নিয়ে গেছে। ২০১৭তে অমরনাথ যাত্রার ওপর 'আইসগডের সন্ধানে' নামে একটি বই প্রকাশিত হয়। সহহৃদয় পাঠকবর্গের কাছে বইটি বিশেষভাবে সমাদৃত হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.