লেডি মলি অব স্কটল্যান্ড ইয়ার্ড
ব্যারনেস অক্জ়ি
অনুবাদ: সায়ক দত্ত চৌধুরী
প্রচ্ছদ: পৌষালী পাল
অলংকরণ: সাইরাস কুনিও, আর. আই.
প্রকাশক : মন্তাজ
পরিবেশক : কল্পবিশ্ব
বিংশ শতাব্দীর শুরুর দশক। শার্লক হোমসের জনপ্রিয়তা তুঙ্গে। এইসময় বিশ্বখ্যাত স্কারলেট পিম্পারনেল চরিত্রের স্রষ্টা ব্যারনেস এমা অক্জ়ি পাঠকের সঙ্গে পরিচয় করালেন এক মহিলা গোয়েন্দাকে। নাম লেডি মলি রবার্টসন কার্ক। তাঁর কল্পনার গোয়েন্দা কাজ করেন স্কটল্যান্ড ইয়ার্ডে। অবশ্য তখনও বাস্তবের স্কটল্যান্ড ইয়ার্ডে নারীদের গোয়েন্দা হিসেবে যোগ দিতে দেরি আছে।
১৯১০ সালে প্রকাশিত “লেডি মলি অব স্কটল্যান্ড ইয়ার্ড” তুমুল জনপ্রিয় হল। এক বছরে শেষ হল তিনটি সংস্করণ। বিশ্বখ্যাত গোয়েন্দাদের সঙ্গে একাসনে বসেছিল মিস মার্পেলের এই পূর্বসূরির নাম। তাঁকে নিয়ে মোট বারোটি কাহিনি রচনা করেছিলেন ব্যারনেস অক্জ়ি। প্রায় সব ক-টি গল্পেই প্রধান চরিত্রগুলি নারী। সেগুলির পাতায় পাতায় ফেলে আসা দিনের সুবাস। এখনও এই বই বিশ্বজুড়ে পাঠকদের ভালোবাসা পায়।
বাংলা ভাষার এর আগে কখনও বইটির অনুবাদ করা হয়নি।