মগধ
শ্রীকান্ত ভার্মা
অনুবাদ : অরুণাভ সিংহ
কবে দেখলে মগধ?
আজ? নিজেরই শহরে?
নাকি কাল দেখবে? অন্য কোথাও?
যেখানেই দেখো, যখনই দেখো
মগধ দেখতে পাবে না
মগধ ছাড়া কিছুই দেখতে পাবে না।
চলো আমরা মগধ যাই
হিন্দিতেই হোক বা বাংলায়
ফিরতে ফিরতে
মগধ বদলে যাবে
নাকি আমরাই?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি