মোহনবাগান: সবুজ ঘাসের মেরুন গল্প
লেখক: অর্ঘ বন্দ্যোপাধ্যায়, রূপক বসু
পড়াশোনায় দারুণ। হওয়ার কথা ছিল ডাক্তার। আর. জি. কর-এ ডাক্তারি পড়ছিলেন তিন বছর ধরে। সঙ্গে চলছিল ফুটবলও। কলেজের সেরা ফুটবলার তো বদ্রুই। সামনে থেকে তিনি তখন দেখছেন মোহনবাগানের আর এক কিংবদন্তি টি. আও-কে। তিনিও তখন আর. জি. কর-এ।
হঠাৎ কী হল, ডাক্তারি ছেড়েই দিলেন বদ্রু! বললেন, ‘দুটো নিয়ে এভাবে চলা যায় না। হয় ফুটবলার হব। না হয় ডাক্তার।’
আরও একটা ঘটনা ফুটবলার হওয়ার দিকে টেনে এনেছিল বদ্রুকে। নিজেই একদিন গল্প করতে করতে বলেছিলেন সে কথা। বদ্রুর দাদা রাধানাথ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন ফুটবলার। হাওড়ার বালির বন্দ্যোপাধ্যায় পরিবার তখন দারুণ নামকরা। সবাই মোহনবাগানের সমর্থক। ফুটবল একেবারে পরিবারের রক্তে। সেই দাদাই একদিন খেলতে গিয়ে মারাত্মক আহত হলেন। প্রথমে স্থানীয় চিকিৎসা। তারপর থেকে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে! আর শেষে একেবারে মৃত্যু!
বদ্রু দুঃখ করে বলেছিলেন, ‘দাদার মৃত্যুটা ভুলতে পারিনি। আজ এত বছর বয়সে এসেও কাঁদিয়ে দিয়ে যায়। দাদা আমার চেয়ে অনেক ভালো ফুটবলার ছিলেন।’
আসলে, দাদার মৃত্যুই বাড়িয়ে দিয়েছিল জেদ। তখনই বদ্রু মনস্থির করে ফেলেন, আর ডাক্তারি পড়বেন না। পুরোপুরি মনোনিবেশ করবেন ফুটবলে। দাদার অধরা স্বপ্ন পূরণ করবেন।
বদ্রুর প্রথম ক্লাব বালি প্রতিভা। সেখান থেকে মোহনবাগানে আসাটাও আর এক গল্প। সেখানেও টলিউডি টাচ!
সেই সময় জহর গাঙ্গুলি ছিলেন মোহবাগান ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা। সেই জহর গাঙ্গুলি, বাংলা সিনেমায় যাঁর রাশভারি ব্যক্তিত্বের অভিনয় মুগ্ধ করেছে আমাদের। গাঙ্গুলি সেই তিনি সিনেমার পাশাপাশি ছিলেন ফুটবল পাগলও। ঘুরে বেড়াতেন মাঠে মাঠে। সে ভাবেই জহরবাবুর নজরে পড়ে গেলেন বালি প্রতিভায় খেলা আর. জি. কর-এর ডাক্তার ছাত্র বদ্রু বন্দ্যোপাধ্যায়।
‘কী হে, মোহনবাগানে খেলবে?’
জহরবাবুর কথাগুলো আজও যেন কানে বাজে বদ্রুর। বলছিলেন, ‘আমি তো তখন কিছুই বুঝতে পারছি না। মোহনবাগানে খেলব! আমার স্বপ্নের ক্লাব মোহনবাগানে! কিছু না বুঝেই বলে দিয়েছিলাম, আচ্ছা, বাড়িতে জেনে এসে বলব!’
সেদিন হেসেছিলেন অভিনেতা জহরবাবু। জানতেন, মোহনবাগানে খেলার কথা শুনে বদ্রুর পরিবারের প্রতিক্রিয়াটাও কী হতে পারে।
পরের দিন সেটাই ঘটল। বদ্রুর বাবা নিজে ছেলেকে নিয়ে হাজির মোহনবাগানে। ‘এই নিন, ছেলেকে দিলাম। ওকে তৈরি করে নিন,’ জহরবাবুকে বলেছিলেন বদ্রুর বাবা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.