নেকেড আমং দ্য উলভস্
লেখক: ব্রুনো আপিৎস
ভাষান্তর: অমিয় রায়চৌধুরী
বুখেনভাল্ড বন্দিশিবিরে মিত্রবাহিনী আগমনের খবর ছড়িয়ে পড়তে পোলিশ বন্দিদের মধ্যে হতাশা কেটে গিয়ে এক আশ্চর্য আশাবাদ জেগে ওঠে। আউশভিৎস্ থেকে যখন তাদের স্থানান্তরিত করা হয়, তখন একটি তিন বছরের শিশু কোনোভাবে একটি স্যুটকেসের মধ্যে লুকিয়ে উপস্থিত হয় কনসেনট্রেশন ক্যাম্পে। শিশুটি জাতিতে ইহুদি, এবং স্বাভাবিক ভাবেই ধরা পড়লে তাকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতিতে নাৎসিদের থেকে তাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় কয়েকজন কমিউনিস্ট বন্দি। বুখেনভাল্ড থেকে তাকে পাচার করতে না পারলেও তাকে লুকানোর ব্যবস্থা করে তারা। এসএস বাহিনীর হুমকি ও নির্যাতন সত্ত্বেও শিশুটিকে তারা প্রাণ দিয়ে রক্ষা করে এবং ক্রমশ সেই শিশুই হয়ে ওঠে লড়াইয়ের প্রতীক।
একজন জার্মান কমিউনিস্ট হিসেবে ১৯৩৩ সাল থেকেই ব্রুনো আপিৎস নাৎসিদের হাতে নির্যাতনের শিকার। তিনি বুখেনভাল্ড নির্যাতন শিবিরে সাত বছরেরও বেশি সময় রাজনৈতিক বন্দি হিসেবে কাটান এবং সেই অভিজ্ঞতা তাঁর উপন্যাসে লিপিবদ্ধ করেন। "নেকেড আমং দ্য উলভস্" তাঁর বিখ্যাত রচনাগুলির অন্যতম।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.