নকশাল দোহে নারী : পূর্ববঙ্গের বয়ান
নেসার আহমেদ
আন্দোলনের সূত্রপাত ঘটার পরবর্তীকালে এসে ইস্টপাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম.এল) ও পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি দলগতভাবে '৭১ সালের প্রেক্ষাপটে নকশালবাড়ির রাজনৈতিক লাইনটি গ্রহণ করে। যা এদেশেও কৃষিবিপ্লব বা জনগণতান্ত্রিক বিপ্লব নামে খ্যাত। ১৯৭৩ সালে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তার একটি ধারা ইস্টপাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম.এল) তে ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে একীভূত হয়। ১৯৭৮ সালে ইস্টপাকিস্তান কমিউনিস্ট পার্টি এক বিশেষ প্লেনামে দলের নাম পরিবর্তন করে রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি। ওই একই বছরে পার্টির আন্তর্জাতিক লাইন ও রণকৌশলগত লাইন নির্ধারণে এক তাত্ত্বিক বির্তকের সূত্রপাত ঘটে। যা তিনবিশ্ব ও দুইবিশ্ব তত্ত্ব এবং দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ ও সশস্ত্র গণঅভ্যুত্থানের রাজনৈতিক লাইন নামে খ্যাত। এই বির্তকের সূত্র ধরে ১৯৭৯ সালে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। যার মধ্য দিয়ে নবগঠিত অংশটি পরিচিতি লাভ করে বিপ্লবী কমিউনিস্ট লীগ নামে। পরবর্তীর্তে এসে পর্যায়ক্রমিকভাবে বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি, অর্থাৎ এই উভয় ধারা বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিশেষণ করে নকশালবাড়ির রাজনৈতিক লাইনটি সম্পূর্ণভাবে পরিহার করে। বিশেষত উৎপাদক কৃষককে প্রধানভিত্তি হিসেবে ধরে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের মাধ্যমে সশস্ত্র কৃষিবিপ্লবের লাইন। আর লাইনগত অবস্থানটি পরিহার করার মধ্য দিয়ে এদেশে ১৯৭০ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত গড়ে ওঠা একটি রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস ও পটভূমি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়। আলোচিত গ্রন্থটিতে সেই পরিত্যক্ত উপাখ্যানকেই অগোছালোভাবে গ্রন্থনা করার চেষ্টা নেয়া হয়েছে। যাকে একটি কাজের প্রাথমিক সূত্রপাত বলা চলে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.