প্রসঙ্গ বিদ্যাসাগর : ফিরে দেখা
অশোক চট্টোপাধ্যায়
প্রস্তাবিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের সভাপতি হওয়ার প্রস্তাব শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বোস যখন বিদ্যাসাগরকে দেন তখন শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যদিও মধ্যশ্রেণীর একটা রাজনৈতিক সংগঠন প্রয়োজন বলে তিনি মনে করতেন। অনুরূপভাবে জাতীয় কংগ্রেসের উদ্যোক্তারা যখন বিদ্যাসাগরকে কংগ্রেসের অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ জানান তখনও বিদ্যাসাগর সে অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছিলেনঃ আপনারা আমাকে বাদ দিয়েই কাজ করুন। ৪৩- তবে, কেন তাঁকে বাদ দিয়ে কাজ করার পরামর্শ তিনি দিয়েছিলেন তার কোনও ব্যাখ্যা তিনি দেননি যদিও এ তথ্য তাঁর অজানা ছিল না যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের আঁতুড়ঘরেই এই কংগ্রেসের জন্ম এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের সমস্ত নেতৃবর্গ এই কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন।
---+++---+
অন্ধ চোখে ভক্তির অর্ঘ্য নিবেদন নয়, দেবতা নির্মাণে অপ্রশ্নেয় পূজ্য ব্যক্তিত্বের স্তুতিস্তোত্র রচনা করা নয়, একজন সংগ্রামী ব্যক্তিত্বকে যথাযথ মানুষের আসনে বসিয়ে তাঁর সামাজিক অবস্থান, চিন্তাচর্চা, কার্যকলাপের নির্মোহ বিচারের নিরিখে একজন প্রকৃত সমাজ বিপ্লবীকে একজন যথার্থ মানুষ হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার, পুনর্বিচারে পুনঃপ্রতিষ্ঠ করাই হচ্ছে মার্কসবাদী দর্শনের শিক্ষা। এই অবস্থান থেকেই উনিশ শতকের সমাজ বিপ্লবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁর চিন্তাচর্চা এবং তার ফলিত প্রয়োগানুশীলনের নির্মোহ বিশ্লেষণের প্রয়াস এই গ্রন্থে অবয়বিত হয়েছে। আলো এবং অন্ধকারের সম্মিলনেই একটি পূর্ণাবয়ব দিনের হয়ে-ওঠা। ইতি এবং নেতির সামগ্রিকতায় একজন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তির সম্পূর্ণতার দিকটি ধরা পড়ে। আগামী প্রজন্মের সামনে এই দুইয়ের সম্মিলনে একজন সম্পূর্ণ মানুষ অনুসন্ধানের অনুশীলনী প্রয়াস এই গ্রন্থে বিধৃত হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.