রাস্টেড ফ্রিডম : মরচে ধরা স্বাধীনতা
কোবাড গান্ধী
"দ্বিতীয় প্রজন্মের সংস্কার” স্লোগান তুলে ১৯৯৯ সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় দফায়, ওরা ভারতীয় অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারিকরণ এবং 'বিশ্বায়ন' প্রক্রিয়ার দিকে একটা বিরাট বড়ো ধাপ এগিয়ে নিয়ে গেছিল। স্বাভাবিকভাবেই ওদের এই উদ্যোগ তথাকথিত “আন্তর্জাতিক সম্প্রদায়” থেকে প্রচুর প্রশংসা জিতে নিয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ভারতের উপর পূর্বে আরোপিত তাদের কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। শাসনের প্রথম দিন থেকে দ্রুত দেশ বেচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। বাজেট এবং বাজেট পরবর্তী সময়কাল ধরে এই প্রক্রিয়া চলতে থাকে। ২০০০ সালে ক্লিনটনের ভারত সফর, মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থের কাছে এই আত্মসমর্পণের গতিকে বাড়ানোর ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি