নক্ষত্রলোকের দেবতাত্মা
নারায়ণ সান্যাল
'বিশ্বাসঘাতক' গ্রন্থে লেখক কাহিনির সঙ্গে পারমাণবিক বোমা নির্মাণের কলাকৌশল মিশিয়ে বৈজ্ঞানিক আলোচনা করেছিলেন। এই বিষয়টিই লেখককে উৎসাহ দিয়েছে বর্তমান গ্রন্থটি রচনার। সম্ভাব্যতার বিচারে অধিকাংশ জ্যোতির্বিজ্ঞানীই আজ বিশ্বাস করেন- সৌরমণ্ডলে না হলেও বহির্বিশ্বে জীব আছে। সেই সকল জীবদের সঙ্গে সৌরমণ্ডলের তৃতীয় গ্রহের বাসিন্দাদের সাক্ষাৎকে মূলধন করে বহুদিন ধরেই কথাসাহিত্যিকেরা বিজ্ঞানভিত্তিক উপন্যাসের জাল বুনেছেন। লেখক জানিয়েছেন, বহির্বিশ্বের সেই উন্নত-সভ্যতার জীবদের কাছে আমরা, মানুষেরা, চূড়ান্তভাবে হেরে গিয়েছি। আর্থার ক্লার্কের '2001-A Space Odyssey'- বস্তুত যে গ্রন্থের ছায়াবলম্বনে এ গ্রন্থ রচিত, সেখানেও পৃথিবী গো-হারান হেরে গেছে!
চার পর্বে বিভক্ত লেখকের আলোচনা। ৫,০০,০০০ খ্রিস্টপূর্ব (আঃ) কালের পৃথিবী, ২০০১-এর চন্দ্রলোক (পাত্র: ডুডেকাহেড্রন)-এর পরবর্তী পর্যায়ে আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব এবং স্থান-কালের সঙ্গে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বইয়ে।