নাভাহোদের খপ্পরে
অনন্যা দাশ
নরবলি!! শুনলে কেমন গা শিউরে ওঠে না? ভাবা যায় না মানুষ কুসংস্কারের ফাঁদে পড়ে নরবলি দিতেও উদ্যত। সেই নরহিংসার গল্পই শোননো হয়েছে 'নাভাহোদের খপ্পরে' —যেখান আটটি অবাক করা রহস্যময় গল্পে আছে টান টান উত্তেজনা।
শিশু-কিশোররা খুঁজে পাবে নিজেদের মনের কৌতূহলের অবসান।