নির্বাচিত কবিতা
নিখিল কুমার সরকার
প্রচ্ছদ শুভদীপ সেনশর্মা
--------------
তুমি এবং রাত্রি মুখোমুখি
জেগে বসে আছ-তোমার ভিতরে
নিঃশব্দে গভীর হচ্ছে রাত্রি
অন্ধকারের বুক জড়ে তুমিও
ক্রমেই পাথর
তবু, কেউ কাউকে ছুঁতে পারছি না
যদিও দুজনেই
আঙুল-ছোঁয়া দূরত্বে
পলকহীন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি