ওমর খৈয়াম
শ্রী সুরেশ চন্দ্র নন্দী
ওমর খৈয়াম একজন সুফী সাধক ও কবি হিসাবে সর্বজন বিদিত। কিন্তু তৎকালীন সময়ে তিনি সমগ্র পারস্যে পরিচিত ছিলেন বিখ্যাত শল্যচিকিৎসক হিসেবে। খোদ সুলতানের চিকিৎসার পরামর্শ দাতা ছিলেন তিনি।তার মৃত্যুর প্রায় চারশো বছর পর অনুবাদ সাহিত্যের মাধ্যমে তার কবিতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং মিস্টিরিয়াস কবি হিসাবে পাঠককূলে সমাদৃত হন। অথচ বারোশো শতাব্দীতে পারস্য দেশে চিকিৎসকের পাশাপাশি তিনি সুনামখ্যাত ছিলেন একজন গণিতজ্ঞ হিসাবে।কথিত আছে সেই সময়ে পারস্য দেশে হাতে গোনা "গণিত বিশারদ" দের অন্যতম ছিলেন ওমর খৈয়াম। বহুমুখী প্রতিভার অধিকারী ওমর খৈয়াম গণিতশাস্ত্রে পণ্ডিত্যের পাশাপাশি সেই সময়ের একজন স্বনামধন্য জ্যোতির্বিদ ছিলেন।সম্রাট তার শিকারে যাওয়ার পূর্বে আগামী দিনগুলিতে মহাকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থায় ও আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য শরণাপন্ন হতেন ওমর খৈয়ামের। যিনি নিজের মৃত্যুর পূর্বে তার ভক্তদের কাছে হুবহু বর্ণনা করেছিলেন কেমন জায়গায় হবে তার সমাধিস্থল। ওমর খৈয়ামকে নিয়ে এ রকম নানান তথ্যে ভরপুর একটি প্রবন্ধ গ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি