পাঁচশো বছরের বাংলার লোকসাধনা
সোমব্রত সরকার
বাংলার লোকধর্ম ও সংস্কৃতির ঐতিহাসিক ধারাকে তুলে ধরা হয়েছে। লোকসাধকেরা মোক্ষ বা পরলোকের পরিবর্তে মানুষের বর্তমান জীবন ও শরীরকে কেন্দ্রে রেখেছেন। তাঁদের মতে, মানুষই ঈশ্বর এবং ঈশ্বরের সঙ্গে মানুষের অভেদত্ব রয়েছে। বাউল, ফকির, সহজিয়া, লালনশাহী, সাহেবধনী প্রভৃতি সাধনগোষ্ঠী এই ভাবনায় ঐক্যবদ্ধ। চৈতন্যদেবের প্রেমমূলক ভাবধারা এবং বাউল-সহজিয়া তত্ত্বের মেলবন্ধন বাংলার তন্ত্রসাধনায় প্রভাব ফেলেছে। বইটিতে লোকসাধনার ঐতিহাসিক পরম্পরা ও সংস্কৃতির গভীর তাৎপর্য প্রামাণ্যভাবে লিপিবদ্ধ হয়েছে। এটি বাংলার লোকধর্মের এক মূল্যবান ইতিহাস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি