পিটার প্যান
রাচেল ম্যাক বীন
অন্ধকার ঘর, জানলা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাইরে তারা ঝকঝকে নীল আকাশ, হঠাৎ একটা নীল তারা ছুটে এল জানালার দিকে। এক নিমিষে ঘরে ঢুকে পড়ল আর সঙ্গে খুব আস্তে টিং টিং করে ঘন্টা বাজার শব্দ শোনা যেতে লাগল। ওয়েন্ডির বড়ো বড়ো চোখ বুঝতে দেরী করল না—পিটার প্যান এসে পড়েছে, নিয়ে যেতে তাদের অচিন দেশের অ্যাডভেঞ্চারে।
কে এই পিটার প্যান?
পরনে তার সার্কাসের ট্রাপিজ খেলোয়াড়ের মতো পোষাক। মাথায় পালক গোঁজা টুপি। কোমরে গোঁজা ছোরা। পায়ে স্কি করার মতো লম্বা জুতো। পকেটে বাঁশি।
আর মনে সে চিরশিশু, তার পণ কোনোদিন সে বড় হবে না। কারণ বড় হলে বাচ্ছারা যে তাকে ভুলে যাবে!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি