ফোনের ওপারে নীললোহিত ও অন্যান্য গদ্য
সৈকত মুখোপাধ্যায়
গল্প-উপন্যাসে যে-সৌরভ মুখোপাধ্যায় দু’দশক ধরে নিজের উৎকর্ষ প্রমাণ করে চলেছেন, তিনি নন-ফিকশন কেমন লেখেন?
ওয়াকিবহাল পাঠকেরা জানেন, বহুল-প্রচারিত কাগজ-পত্রে কাহিনি-রচনার পাশাপাশি বিগত কয়েক বছর যাবৎ মুদ্রিত ও অনলাইন উভয়-ধরনের পত্রিকাতেই সৌরভ লিখে চলেছেন বিবিধ নন-ফিকশন। তা-ছাড়া, সোশ্যাল মিডিয়াতেও তিনি নানা আয়তনের স্বাধীন ও স্বতঃস্ফূর্ত নিজস্ব-গদ্য লিখেছেন অনেক। মুগ্ধ রসিকরা বারংবার বলেছেন, লেখাগুলি মূল্যবান, এদের একত্র সঞ্চিত রাখা জরুরি।
সেই সমস্ত নানা-স্বাদের নন-ফিকশন থেকে প্রথম দফার পঁচিশটিরও বেশি লেখা এখানে মলাটবদ্ধ হল। এদের ছত্রে-ছত্রে পরিচয় মিলবে লেখকের বিপুল-নিবিড় পাঠাভ্যাস ও বহুধাপ্রসারিত উৎসাহ-ক্ষেত্রগুলির--- সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত, ইতিহাস, মহাকাব্য, পুরাণ, রাজনীতি, সমাজ ও সমসময়। গম্ভীর প্রবন্ধ, বিতর্কিত বিষয়ভিত্তিক বিশ্লেষণ, গবেষণাধর্মী আলোকপাত, অন্তর্তদন্তমূলক পর্যবেক্ষণ বা তির্যক স্যাটায়ার--- এই বিচিত্র পরিক্রমার পাশেই রাখা থাকছে অনেকগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা-অনুভব-স্মৃতির প্রকাশ, চলে-যাওয়া মানুষদের উদ্দেশে নিবেদিত গভীর উচ্চারণ--- এমনকী সাম্প্রতিক একটি দীর্ঘ সাক্ষাৎকারও, যেখানে চূড়ান্ত অকপট ভঙ্গিতে মিলবে সৌরভ মুখোপাধ্যায়ের একান্ত কিছু মত, অমত, তৃপ্তি, অসন্তোষ। আর, এই সমস্ত পংক্তি জুড়ে অনিবার্যভাবে আলো ফেলেছে তাঁর অনন্য ভাষার দীপ্তি, যা এই যশস্বী গদ্যকারের নিজস্ব ধী, সংবেদ ও পারঙ্গমতার মিলিত অভিজ্ঞান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.