পিয়ের পাওলো পাসোলিনি-র কবিতা
কৌশিক চক্রবর্তী অনূদিত কবিতাগ্রন্থ
প্রচ্ছদ : শুভদীপ সেনশর্মা
এ পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে পিয়ের পাওলো পাসোলিনি (Pier Paolo Pasolini) (৫ই মার্চ ১৯২২-২রা নভেম্বর ১৯৭৫) তর্কাতীতভাবে এক মায়েস্ত্রো। যদিও, শুধুমাত্র সিনেমার নিরিখে তাঁর সৃষ্টির কথা বললে, তা কেবলই এক খণ্ডচিত্র। ছবি করবার অনেক আগে থেকেই তাঁর পরিচয়- তিনি কবি। শুধু কবি নন, বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে তিনি ইতালির মহাকবি। ইতালির ও বলা ভালো পৃথিবীর কবিতাপ্রাসাদে তাঁর নামে সিংহাসন রাখা। আবার একইসঙ্গে তিনি ঔপন্যাসিক, অভিনেতা ও নাট্যকারও বটে। আধুনিক ইতালির সংস্কৃতি জগতে তিনি প্রায় আগুনখেকো এক অস্তিত্ব। তাঁর কাজে, ভাবনায়, তিনি বারংবার প্রথাগত সমাজের রীতির বিরুদ্ধাচরণ করেছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি