প্রাচীন জাতির দেবতা ও বাহনবাদ
মহেন্দ্রনাথ দত্ত
'প্রাচীন জাতির দেবতা ও বাহনবাদ' বইটির ভাষণগুলি 'সাপ্তাহিক ভারত' পত্রিকায় ১৯৩৭ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই ভাষণগুলিতে মহেন্দ্রনাথ দত্ত প্রাচীন রোমক, মিশরীয়, গ্রীসীয় এবং বৈদিক যুগের দেবতাদের বিষয়ে অত্যন্ত সহজ সরল ভাষায় তুল্যমূল্য আলোচনা করেছেন। বৈদিক যুগের দেবতাদের কালক্রমে যে নানা বাহন উৎপত্তি হল তার যৌক্তিক ব্যাখ্যাও সহজবোধ্য ভাষায় আলোচনা করেছে।
মহেন্দ্রনাথ দত্ত :
মহেন্দ্রনাথ দত্ত (১৮৬৮-১৯৫৬) স্বামী বিবেকানন্দের অনুজ। ১৮৯৬। খ্রিস্টাব্দে আইনশিক্ষার উদ্দেশ্যে ইংলন্ডে যান। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব ও অগ্রজের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আইনশিক্ষা ছেড়ে। জ্ঞান-বিজ্ঞান চর্চা শুরু করেন। একসময় নিঃসঙ্গ পথিক হয়ে নানা দেশ ঘুরেছেন। সমাজ উন্নয়ন ও দেশ এবং জাতির কল্যাণ সাধনের জন্য বাস্তবোচিত নানা পরিকল্পনার কথা লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ 'লন্ডনে স্বামী বিবেকানন্দ', 'শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজীর জীবনের ঘটনাবলী', 'শ্রীরামকৃষ্ণের অনুধ্যান', 'গিরিশচন্দ্রের মন ও শিল্প' প্রমুখ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি