প্রেম ও কলেরা
লেখক : গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ
অনুবাদ : কবির চৌধুরী
গেব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘লাভ ইন দি টাইম অব কলেরা বিশ্ব সাহিত্যে তুমুল আলোড়ন সৃষ্টিকারী একটি উপন্যাস। নোবেলজয়ী মার্কেজের অন্যতম এই উপন্যাসটি অনুবাদ করা হয়েছে বিশ্বের প্রায় সব কটি প্রধান ভাষায়। মার্কেজের যে কোনো লেখার প্রধান বৈশিষ্ট্য একটি বিশেষ অঞ্চলের জীবন, ইতিহাস, রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা বৈচিত্র্যময় মানুষের উপস্থিতি। ম্যাজিক রিয়ালিটির অসামান্য উপস্থিতি তাঁর সৃষ্টিশীল দক্ষতায়। একই সঙ্গে লেখকের কৌতুকরস, গঠনশৈলী ও ভাষার কারুকাজ এবং কাহিনির অন্তরস্রোতে যৌনতার অনুষঙ্গ গ্রন্থটিকে বিশেষ এক স্তরে পৌঁছে দিতে সফলতা অর্জন করেছে। এই উপন্যাসের প্রধান তিন চরিত্র ডাক্তার জুভেনাল উরবিনো, ফ্লোরেন্টিনো আরিজা ও ফারমিনা ডাজার। নানা দ্বন্দ্ব, আবেগ-অনুভূতি, আনন্দ-বিষাদের নানা স্তর অতিক্রমের মধ্য দিয়ে চরিত্রগুলি পরিণতির দিকে এগিয়ে যায়। ফ্লোরেন্টিনো আরিজা ও ফারমিনার অপ্রতিরোধ্য প্রেমের শুরু তরুণ বয়সে। কিন্তু ফারমিনা ডাজারের বিয়ে হয়ে যায় শহরের অভিজাত বংশের বিত্তশালী সুশিক্ষিত যুবক ডাক্তার জুভেনাল উরবিনের সঙ্গে। পঞ্চাশ বছর দাম্পত্য জীবন কাটানোর পর মৃত্যু হয় জুভেনাল উরবিনের। জুভেনালের মৃত্যুর পর ফ্লোরেন্টিনো ও ফারমিনার প্রেম পৌঁছে যায় ভিন্নতর এক অন্বেষার জগতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি