রবীন্দ্র দর্শন ও আধুনিক সময়
অনুপম গুপ্ত
পৃথিবীর ইতিহাসে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই এমন এক ব্যাক্তি যাঁকে শুধুমাত্র সাহিত্যিক তকমায় ভূষিত করা যাবে না।শিল্প দর্শন বিজ্ঞান থেকে শুরু করে যা যা বিষয় নিয়ে কথা বলা যায় তার সবকটিতেই তাঁর বিচরণ।
এই গ্রন্থে লেখক অনুপম গুপ্ত রবীন্দ্রনাথ রচিত বিভিন্ন নৃত্যনাট্য ও কাব্যগাথার চরিত্র কল্পের সঙ্গে আধুনিক সময়ের যে সাদৃশ্য তা নিখুঁত ভঙ্গীতে বিশ্লেষণ করেছেন।
এখানে তিনি বেছে নিয়েছেন চণ্ডালিকা, তাসের দেশ,শ্যামা, গীতবিতান থেকে প্রেম পর্যায়ের গান, অপমানিত, ভারততীর্থ সহ নানান কবিতা,গান, ও এই সময় দাঁড়িয়ে তার যৌক্তিকতা ও তুলনামূলক আলোচনা।
এবং তুলে এনেছেন নারীর প্রতি অমর্যাদা, অস্পৃশ্যতা,জাতিভেদ,রাজনৈতিক নেতাদের মানসিক দৈন্যতা,অপরাধ,শাস্তি প্রভৃতি নানান বিষয়, যা এখনও সমাজে গভীরভাবে প্রোথিত।
এই গ্রন্থ তাই রবীন্দ্রনাথ নামক এক ভবিষ্যতদ্রষ্টার দর্শনের ভাবনা নয়,সভ্যতারও চিহ্ন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি