রবীন্দ্রনাথ বিজ্ঞাপন ও সেইসময় (একত্রে ৩ খন্ড)
হিরণ্ময় মাইতি
নিজের কালে রবীন্দ্রনাথ এক অনিঃশেষ মূলধনের নাম। ধারক সময় তাঁকে ভালোবেসেছে আবার আঘাতও করেছে, সমাজ কিংবা রাজনীতি সর্বত্র ছড়িয়ে থাকা অসংখ্য রবীন্দ্রচিহ্নের অতুলনীয় সমাবেশ।। দেশের সাধারণ লোক থেকে বিত্তবান শিল্প উদ্যোক্তা-রবীন্দ্রনাথের অকুণ্ঠ সহায়তার জন্য দরবার করেছেন। স্বদেশজাত দ্রব্যের প্রতি তাঁর অমলিন মমত্ববোধ রবীন্দ্রজীবনের এক অনালোকিত মহত্তর দিক।
লেখক তার ভূমিকায় লিখেছেন -
বছর সাতেক ধরে নানান বিজ্ঞাপন কুড়োনোর পাশাপাশি বোঝার চেষ্টা করেছি ধারক-সময়ের সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ সম্পর্কের নানাদিক। আর এই অন্বেষণের ফলে ধীরে ধীরে গড়ে উঠতে লাগল রবীন্দ্রনাথের এক আশ্চর্য পরিচয়, যিনি পরাধীন দেশকে ঘুরে দাঁড়াতে 'স্বদেশি সমাজ' গঠনের পরামর্শ শুধু দেননি, নিজেও উদ্যোগ নিয়েছেন। বয়ন স্কুল তৈরি করেছেন, সুতো ব্যবসা কিংবা ছাতা সারানোর মতো সামান্য স্বদেশি উদ্যোগেও শামিল হয়েছেন। নিজে প্রতারিত হয়েছেন আবার নতুন উদ্যমে শুরু করেছেন এবং বারবার বলেছেন 'স্বদেশি উদ্যোগের সাফল্য কামনা করি।' এই উচ্চারণ এক কবির শুভেচ্ছা নয়, এই কামনা স্বদেশি শিল্পের অন্যতম প্রবল সমর্থকের। রবীন্দ্রনাথ উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বদেশবাসীকেও বারবার মনে করিয়ে দিয়েছেন কেন এই সব প্রচেষ্টার সমর্থনে তাদের এগিয়ে আসা উচিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি