রবীন্দ্রনাথ অনেকান্ত
সুধীর চক্রবর্তী
অনেকান্ত রবীন্দ্রনাথের প্রতিভার সবচেয়ে স্থায়ী ফসল তাঁর গান। এখানে দুই মলাটের বন্ধনে ধরা রইল সংগীত বিষয়ে এখনকার প্রতিষ্ঠিত ভাষ্যকার সুধীর চক্রবর্তীর চারটি রচনা, যা ঠিক প্রবন্ধ নয়, বরং ডিসকোর্স।
রবীন্দ্রনাথের অতল ও বিচিত্র সংগীত সমুদ্রের কয়েকটি উজ্জিত তরঙ্গ যেন এ-বইতে ব্যাখ্যাত হয়েছে। যাতে প্রকাশ্য হয়েছে রবীন্দ্রসংগীতের অনালোকিত কিছু সৃজন রহস্যের মায়াবাস্তব। স্বাদু গদ্যে লেখা সংযত সমীক্ষা। এবং ব্যতিক্রমী এক সংগীত-সন্ধিৎসুর সর্বাধুনিক ভাবনার বিস্তার।
লেখক পরিচিতিঃ
সুধীর চক্রবর্তী (১৯৩৪) পেশায় অধ্যাপক, নেশায় সন্ধিৎসু। সেই সন্ধিৎসার নানাচারী ঝোঁক বাংলার গান ও গ্রাম, লোকধর্ম ও সমাজবিজ্ঞান, শিল্পকলা ও বিচিত্র জীবনচর্চা।
এখন কলকাতার Rabindranath Tagore Centre For Human Development Studies-এর ভিজিটং প্রফেসর। এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টি। গবেষণা ও মৌলিক গদ্য রচনার জন্য পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংদাস পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দিনেশচন্দ্র সেন পুরস্কার ও এসিয়াটিক সোসাইটির বিমানবাহিনীর মজুমদার পুরস্কার। প্রান্তিক সমাজ ও অবতলের নিম্নবর্গ নিয়ে লেখা তাঁর বই 'বাউল ফকির কথা' লাভকরেছেন ২০০২ সালে আনন্দ পুরস্কার এবং ২০০৪ সালের সর্বভারতীয় সাহিত্য অকাদেমী সম্মান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি