আজাদি @ ৭৫ মহোৎসব ও বিভীষিকা
কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত
আজাদির অমৃত 'মহোৎসব' চলছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত সরকারি 'মহোৎসব' চলবে। সরকার আরও জানিয়েছেন যে, সামনের স্বাধীনতা। দিবসের আগের দিন, এবার থেকে 'বিভীষিকা' স্মরণ করার দিন হিসেবে পালন করা হবে। ওই দিন দেশভাগের স্মৃতি জাগ্রত করা হবে। এই ৭৫তম স্বাধীনতা দিবসে আমাদের প্রাপ্তি-সরকারি তরফে উপহার পাওয়া দুটো শব্দ-'মহোৎসব' এবং 'বিভীষিকা'। এই দুই শব্দের অনুষঙ্গেই 'স্বাধীনতা' শব্দের ফলিত তথা প্রকৃত অর্থেই ব্যবহারিক চেহারা আমাদের দেশে এখন কেমন, তা-ই খুঁজে দেখা হয়েছে এই গ্রন্থে। মূলত, স্বাধীনতার আগের দিন এবং স্বাধীনতার দিন, আর তার কাছাকাছি আরও ক'দিনের সংবাদপত্রের খবর-নিবন্ধ-চিঠিপত্র-বিজ্ঞাপন-ছবি-সম্পাদকীয় - এই সবের সাহায্যেই গড়ে উঠেছে এই বই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি