রহস্যে ঘেরা বারো
সুস্মিতা কুণ্ডুর কিশোর গল্প সংকলন।
এ দুনিয়ার নানা ভাঙচুর বদলে দিয়েছে ছোটোদের পৃথিবীকেও। হু-হু করে সেখানে ঢুকে পড়েছে এলিয়েন, ল্যাপটপ আর দুরন্ত সব অভিযানের গল্পগাছা। রূপকথায় মোড়া সরল পৃথিবীটা বাস্তব ছুঁয়ে অনেকটাই প্রসারিত। তবে সেই পৃথিবীতে আজও যা অটুট, তা হল, বিস্ময় আর রহস্য। আজও কৌতূহলী কিশোর-মন এই রহস্যে বুঁদ হয়ে থাকতে ভালোবাসে। যে কোনও নতুন জিনিসে ও বিষয়ে তাদের বিস্ময়ের শেষ নেই। সাগ্রহে তারা জানতে চায় সবকিছু। যেটুকু গল্প, তার বাইরেও তাদের মন খুঁজে চলে আরও অন্য কিছু। কিশোর-কিশোরীদের জন্য কলম তুলে নেওয়া তাই কঠিন নয় কেবল, বাড়তি দায়িত্বও সেই সঙ্গে মাথা পেতে নিতে হয় বইকি। সেই কাজটিই সুচারুভাবে করেছেন সুস্মিতা কুণ্ডু। বারোটি নানা স্বাদের গল্প নিয়ে এই সংকলন। কিশোর-মনকে তৃপ্তি দিয়েই এই সব গল্পেরা নিশ্চিত তাদের কল্পনাকেও ডানা মেলতে সাহায্য় করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.