রাজনৈতিক সন্ন্যাসী
ধর্মাশ্রিত জাতীয়তাবাদ থেকে হিন্দুরাষ্ট্র দর্শন
লিখেছেন :: সৌম্য বসু
ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন বহু ঋষি পুরুষ। কিন্তু পরবর্তীকালে রাজনীতির প্রেক্ষাপট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন তাঁরা। স্বামীজি, ঋষি অরবিন্দ, প্রণবানন্দজি— তালিকা দীর্ঘ। সেই সব বৃহৎ-হৃদয় সন্ন্যাসী তথা বিপ্লবীদের অজানা এবং ইতিহাস-বিস্মৃত অধ্যায় নিয়ে এক দীর্ঘ গবেষণামূলক গ্রন্থ -' রাজনৈতিক সন্ন্যাসী'।
গীতায় ব্যাখ্যাত ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধার ধর্ম এদেশের বিপ্লবী ও স্বাধীনতাকামীদের প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে মাতৃভূমির শৃঙ্খলমুক্তির ভাবাবেগ, প্রয়োজনে আত্মাহুতি এসবই ভারতবর্ষীয় ধর্মকেন্দ্রিক রাজনীতির শিকড় প্রসূত।
ভারতের মুক্তি সংগ্রামের চরমপন্থী পর্বের পাথেয় ছিল ধর্মাশ্রিত স্বদেশচেতনা। সনাতন ধর্ম ও সদ্যজ্ঞাত জাতীয়তাবাদের মিশ্রণ। মার্গদর্শক ছিলেন কিছু সর্বত্যাগী সন্ন্যাসী। এঁরা দেশের যুবমনকে উদ্বেল করে তুলেছিলেন। আবার বেশ কিছু স্বদেশকর্মীকে উত্তরকালে রাজনীতির পথ পরিত্যাগ করে ধর্ম পথে চলতে দেখা গেছে। ধর্ম ও রাজনীতির এমন মিশেল ও তার সূদুরপ্রশারী পরিণাম এ গ্রন্থের মূল প্রতিপাদ্য।
লেখক পরিচিতি :
সৌম্য বসু (জন্ম ১৯৭৮) একজন অপ্রাতিষ্ঠানিক গবেষক।
চর্চার বিষয় - ভারতের স্বাধীনতা সংগ্রাম।
প্রকাশিত বই :: ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার মুসলমান, গণহত্যার ১০০ বছর: জালিয়ানওয়ালাবাগ, বর্গী এল দেশে: অবিভক্ত বাংলায় হিন্দুত্ববাদী রাজনীতির সূচনাপর্ব, দাঙ্গা থেকে দেশভাগ: 'হিন্দু' বাঙালির প্রতিক্রিয়া এবং অধ্যাপক সুনন্দ সান্যালের সাথে যুগ্মভাবে, 'The Sickle and Crescent: Communists, Muslim League and India's Partition.'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.