বাঙালির আত্মবিস্মরণের ঝোঁক আছে, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য। আর তাই আমরা ভুলতে বসেছি ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের মহীরূহদের।
ঔপনিবেশিক শাসনের সূত্রে পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের যে যৎকিঞ্চিৎ চর্চা শুরু হয়, সেই সময়েই এক প্রতিভাধর মনস্বী মাতৃভাষায় বিজ্ঞানচর্চার উদ্যোগ নিলেন অসংখ্য প্রতিবন্ধকতা সত্ত্বেও। তিনি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। জন্ম ১৮৬৪, প্রয়াণ ১৯১৮।
রামেন্দ্রসুন্দরের অপ্রতিহত উদ্যমে একাধারে মাতৃভাষায় বিজ্ঞানচর্চা যেমন শুরু হল, তেমন প্রতিষ্ঠিত হল সারস্বত প্রতিষ্ঠান, ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’। বহুমুখী প্রতিভাধর এই মানুষটি আজ বিস্মরণের আঁধারে মিলিয়ে যাচ্ছেন।
পত্র ভারতী উদ্যোগী হয়েছে রামেন্দ্রসুন্দরের অনাদরে পড়ে থাকা রচনা থেকে প্রাসঙ্গিক লেখাগুলিকে একত্রিত করে এই সেরা সমগ্র সংকলনের।
গ্রন্থটির সম্পাদনা করেছেন সমীর রক্ষিত ও কমল চৌধুরী, যাঁরা সাহিত্যজগতে ও গবেষকমহলে অতি পরিচিত নাম। বাংলাভাষায় বিজ্ঞানচর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্বের এই গ্রন্থটি সমাদৃত হবে, আমাদের বিশ্বাস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.